অহঙ্কার

 

অহঙ্কার

 

না, এখানে আর কেউ নেই সাথে

কারুর কি থাকার কথা ছিল?

না মনে হয়, যত দূর চোখ চলে যায়

তত দূর শান্ত জীবন, মেঘরাঙা –

শাড়ীর আঁচলের মতো আলোছায়ায়

স্মৃতির পাতা ওল্টাই একা একাই

 

কখনো মনে হয় ভুল অংকের নির্ভুল

উত্তরের খোঁজ রাখে যারা, তারা বুদ্ধিমান

আমার জন্য নির্জনতা ভালো, ভালো

নিরব অহংকার, নিজের কথা

নিজে বলা- ভণিতাহীন, ভয়ডরহীন,

মন রাখা কথা নয়, মনের কথা একান্তে

 

এক জীবন আদৌ যথেষ্ঠ কি? মনের মতো

একটা ভাষ্য রেখে যাওয়া, ভালবাসার

মতন সুদৃঢ় ভুমিতে ঘরবাড়ি গড়ে তোলা?

বরং অনেক ভালো, এইরকম নির্জনতার সাথে

একা একা কথা বলা মনে মনে একান্তেই

পথ হারানো নদীর পথে পথে, পথ চলা

 

©শ্রীশুভ্র ২৯শে মার্চ ২০২৪


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন