একান্ত সংবাদ

 

একান্ত সংবাদ

 

আমি তার ফোনের জন্য বসে থাকি

টুংটাং রিংটোন যদি বেজে ওঠে

বলেছিলেন সময় পেলেই কল করবেন

আমি তাই সেই থেকেই অপেক্ষায়

 

টুংটাং রিংটোন বেজে ওঠে, হ্যালো

না, অন্য কেউ। কিংবা মানুষও ঠিক নয়

এটা টিপুন ওটা টিপুন বলে সময় নষ্ট করে

এত সময় কোথায়, আমি তার অপেক্ষায়

 

বসে থাকি, ঘড়ির দিকে চেয়ে থাকি

সকাল থেকে সন্ধ্যা হয়, সন্ধে থেকে রাত।

এলোমেলো হাওয়া ওঠে জানলা জুড়ে

সময় হারিয়ে যেতে থাকে, আমি বসে থাকি

 

ঈশ্বরের কথা জানি না, নিজের কথা বলি

টুংটাং রিংটোন বুকে নিয়ে বসে থাকি

সকাল থেকে সন্ধ্যা হয়, সন্ধ্যে থেকে রাত

এই বুঝি বেজে ওঠে তাঁর একান্ত সংবাদ!

 

©শ্রীশুভ্র ২৭শে মার্চ ২০২৪

 

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন