যে কথা হয়নি বলা

 

যে কথা হয়নি বলা

 

আপনাকে যে কথা বলার ছিল

শপথ বাক্য পাঠ করার মতো

 

সময়ের তাড়া ছিল হয়তো

আপনার সময় ছিল না শোনার

 

কিংবা অতশত কিছু শোনার

অভ্যাস ছিল না আপনার মজ্জায়

 

সে কথা আমিও ধরে রাখি নি

যে নদী একান্তে সব কথা শুনে যায়

 

শতাব্দীর ঢেউ গুণে গুণে

শতাব্দীর পর শতাব্দী ধরে

 

তার কাছে সে কথা বলে দিয়েছি আমি

সব কথা উপুর করে দিয়ে একেবারে

 

যদি কোনদিন একা লাগে, একা একা

নদীর ঘাটে পা ডুবিয়ে ঢেউ তুলে দেখবেন

 

সে কথা আপনিই নদীর কানে কানে

চুপি চুপি বলতে চলে এসেছেন একান্তে

 

©শ্রীশুভ্র ২৮শে মার্চ ২০২৪


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন