শূন্যদৃষ্টির ওপারে

 

শূন্যদৃষ্টির ওপারে

 

শূন্যদৃষ্টির ওপারে দাঁড়িয়ে থাকে কি হৃদয়

আলো অন্ধকারে গিয়ে আলোর থেকে

আরও যেন গভীর অন্ধকারে

পাকে পাকে জড়িয়ে ধরে আরও গভীর,

গভীরতর অন্ধকার কোন

 

আমিও সেইরকম এক ঘনঘোর গোলকধাঁধায়

চারিদিকে ধু ধু শূন্যতার মাঝখানে একা

হয়তো বা তোমারই মতো, কিংবা

বাড়ি ফিরতে না পারা পরাজিত সৈনিক

যেমন হাতড়াতে থাকে জীবনের মানে

 

শূন্যতার মাঝে শূনত্যার মানে খোঁজা বৃথা

জানি, তবু কি এক অমোঘ তাড়নায়

সেই কবেকার কোন উন্মাদের মতো

প্রতিটি প্রলাপের ভাঁজে ভাঁজে আজও

জীবনের মানচিত্র আঁকার প্রয়াস

 

শূন্যদৃষ্টির ওপারে কি থাকে জানি না

শুধু চেয়ে চেয়ে দেখি, প্রতিটি পলকের ভিতরে

স্বপ্ন সাধ সাধনা কিভাবে মুখ থুবড়িয়ে পড়ে

আলো থেকে অন্ধকারের ভিতরে

অন্ধকারই যেন আলো হয়ে ফোটে বারংবার

 

©শ্রীশুভ্র ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন