বৃক্ষদর্শন

 

বৃক্ষদর্শন

 

গাছেদের মতো কিছু মানুষ আছে

বটবৃক্ষের মতো ছায়া দেয়, কোলে বসিয়ে

শক্ত শিকড় দিয়ে ঘিরে রাখে

প্রাণ ভোমরা জীয়ন কাঠি,

 

গাছেদের মতো কিছু মানুষ আছে

অভুক্তের মুখে অন্ন তুলে দিয়ে

স্মিত হেসে তৃপ্তিতে ডালপালা জুড়ে

খুশির হিল্লোল ছড়িয়ে দিতে পারে

 

গাছেদের মতো কিছু মানুষ আছে

ফুলের গন্ধের মতো সুমিষ্ট আদরে

অন্তরের অনেক কাছে ডেকে নিতে পারে

ভালোমন্দ বাছবিচার না করে

 

গাছেদের মতো কিছু মানুষ আছে

লতায় পাতায় ভালোবাসায় আষ্টেপৃষ্টে

জড়িয়ে নিতে পারে জীবনের পরতে পরতে

সব ভেদাভেদ রেখা মুছে দিয়ে

 

গাছেদের মতোই কিছু মানুষ আছে

ক্রুশে ঝুলিয়ে দিলেও ক্ষমা দিয়ে

পাপীর পাপকেও হারিয়ে দিয়ে যেতে পারে

নিখাদ ভালবাসায়, ভালবেসে ভালবেসে…

 

©শ্রীশুভ্র ২৭শে মার্চ ২০২৪

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন