বিশ্রাম

 

বিশ্রাম

 

ভারসাম্যের মতো উজবুক তত্ত্বে

বিশ্বাস করতে শুরু করেছি

চুলে পাক ধরেছে কিছুদিন হল

 

পায়ের গতি স্লথ হয়েছে, চোখ

ততদূর অবধি এগোয় না আর

যতদূরে প্রশ্নের উত্তর আছে

 

ঘর সংসার গুছিয়ে নিয়ে বসে আছি

আর পাঁচজনের মতোই ভয় হয়

ঝড়ঝঞ্ঝা বিপদ আপদ প্লাবনের

 

কে বা কার পাকা ধানে মই দিলো

কে রইল অভুক্ত, কে গেল মসনদে

কি হয়নি আর কি হলো ভেবে

 

কে আর অযথা মাথা ঘামায়!

পাওয়া আর না পাওয়ার মাঝে

ভারসাম্যের মগডালে বিশ্রাম এখন

 

©শ্রীশুভ্র ২৮শে মার্চ ২০২৪

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন