কোরাস ২.০

 

কোরাস ২.০

 

পিছনে আততায়ী নিয়ে হেঁটে দেখছো কি?

কিংবা মুখোমুখি ছদ্মবেশী খুনির স্বরূপ

 

সকলেই বোকা নয়, কিংবা বোকা সেজে

থাকে না সকলে। তাই আমার মতোন

 

মানুষের ভিড় বাড়ে মিছিলের নাগরিক পথে

মিছিলের নিজস্ব সংবিধান থাকে

 

তার বাইরে আততায়ী ঘোরাফেরা করে

বেয়াদপ দেখলেই ঘাড় মটকে দেবে ধরে

 

তবু ভালো পা মেলানো মিছিলে মিছিলে

কোরাসের ঘেরাটোপ বরং নিরাপদ এখানে

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

 

অ আ ক খ

 

                                                অ আ ক খ

                                               লাইনে দাঁড়িয়ে আছি

                                                সকলের পিছনে

                                                তবু পিছনে ভিড় বাড়ে

                                               

                                                সামনে অনন্ত সময়

                                                অপেক্ষামান, ধৈর্য্যের ধারে

                                                শান দিয়ে নিয়মিত

                                               

                                                আমার কোন নতুন কথা নেই

                                                লাইনের নিজস্ব ভাষা থাকে

                                                শিখে নিতে হয়

                                               

                                                অন্য কথা কাজে আসে না কোন

                                                যারা বলে, তারা কল্কে পায় না

                                                যারা পায়, তারা বলে না কখনো

                                               

                                                ২৯শে নভেম্বর ২০২২

                                                ©শ্রীশুভ্র

                                               

                                               

অবসর

 

অবসর

 

এখন অবসর যাপনে এসে

তার কথা মনে পড়ে খুব

 

কর্মের কোলাহল থেকে দূরে

দেনা পাওনা মিটিয়ে দিয়ে

 

সেও যেন এসে দাঁড়ায়

কাছে, কাছাকাছি

 

মুখ তুলে মুখোমুখি

বসি দুজনে

 

চোখ জানে চোখের ভাষ্য

চোখে চোখে

 

কথা কানাকানি হয়

যে কথা হয়নি বলা

 

কোনদিন আগে, তাও যেন

বলা হয়ে যায় অবসর যাপনে

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

আদি অন্তহীন

 

আদি অন্তহীন

 

মহাকালের উত্তর জানা নেই

নিজের যোগ্যতার খোঁজ রাখি না

সাফ কথা, আমি মন্ত্রহীন

 

এই দেশ এই বিশ্ব কিংবা চরাচর জুড়ে

কথা আর কবিতার কোলাজে

আমার কোন সাক্ষর নেই

 

না থাক। ক্ষতি নেই

প্রতিদিন দুবেলা পেটে ভাত পড়ুক

সাকি আর সুরায় সন্ধ্যা রাত্রি হোক

 

তৃপ্তির আঙিনা জুড়ে ছড়িয়ে থাকুক

বাপ ঠাকুর্দার বনেদি ঢেঁকুড়

দেহের ভাঁজে ভাঁজে মহাকাল খেলে যাক

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

তালপাতার সিপাই

 

তালপাতার সিপাই

 

তালপাতার সিপাইয়ের সাজে

উপদ্রুত সময় উদ্ধার, বড়ো কঠিন

তবু বনেদী সংলাপে কুচকাওয়াজ চলে

রাত্রিদিন না হোক, সময় অসময়ে

 

এসময় এমনই হয়। চারিদিক বিবস্ত্র নগরী

উৎসবে শোকে আমোদে আহ্লাদে,

মুখোশ নৃত্যের তালে তালে ভিড় বাড়ে

সে ভিড়ে বিব্রত হতে হয় নিজেকে নিয়ে

 

জমানো হিতোপদেশ ঝেড়েঝুড়ে দেখেছি

প্রলাপের অট্টোহাসির মতোন শোনায়

বাকিরা কানাকানি করে চাপা হাসি ঠোঁটে

আমি তাই নিজেকে শুধরে নিতে যাই

 

তালপাতার সিপাইয়ের সাজ তোলা থাক

কানকাটা বেহায়া না হোক, চাপাচুপি দিয়ে

তবু যদি মুখোশে মুখ ঢোকানো যায়

উলঙ্গ নৃত্যে তবে পরস্পর বেশ মানায়

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

নাগরিক পাঁচালি

 

নাগরিক পাঁচালি

 

সমাজের কথা বলি না

সমাজ গোল্লায় যাক

আয়নায় নিজেকে সাজাই

 

দেশের কথা জানি না

দেশ গোল্লায় যাক

নিজেকে নিয়েই ব্যস্ত প্রতিদিন

 

এবং সুখী গৃহকোণে

হাসিখুশি দাম্পত্য

সেখানেই সাবলীল সৌন্দর্য্য

 

নাগরিক এপিসোড জুড়ে

সম্ভোগের তাথৈ নৃত্যে

পা মেলাই, আপনিও আসুন বরং

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

 

প্রধান অতিথি

 

প্রধান অতিথি

 

ফিতে কাটার সময় হলে

আমাকে ডাকবেন

আমি ফিতে কাটার সনদ পেয়েছি

 

দেখে নেবেন আগে

মোড়কের বহুবর্ণ ঠাট

ঠিকঠাক পর্যাপ্ত কিনা

 

ভুষিমাল চালাতে চাইলেও

অসুবিধে কি, বলবেন আমাকে

ফিতে কেটে দেবো

 

একেবারে ঝকঝকে অক্ষরে

সাজানো কথার ফুলঝুড়ি

যে কোন ভিড় সেটুকুই চায়

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

 

 

ব’য়ে বুদ্ধিজীবী

 

ব’য়ে বুদ্ধিজীবী

 

অনেকেই জানে মেরুদণ্ড থাকলে

কখন কোথায় ঝুলিয়ে রাখতে হয়

আমিও তাই শিরদাঁড়া সামলে সামলে চলি

 

মাথা দোলাই, হাত কচলিয়ে দণ্ডবৎ

দুই কান খাড়া রেখে সজাগ থাকি

আকর্ণ বিস্তৃত হাসিতে সেলাম ঠুকি

 

তারপরেও ঠোকাঠুকি লেগে গেলে

শিরদাঁড়া মেরামত করে নিই, নতশিরে

টোটকায় কাজ দেয় ভালো, তাল ঠিক থাকে

 

তালে তালে বাকিদের সাথে, হ্যাঁ হ্যাঁ

আমিও ভালো থাকি। ঘরদোর নতুন নতুন

স্মিতহাসি ঘরণীর কোলে মাথা রাখি

 

ক্ষমতার লেজ নাড়া দেখি চোখ বুঁজে

খুঁজে খুঁজে খুঁটে খুঁটে আখের গোছাই

সন্তান সন্ততি যেন থাকে দুধে ভাতে

 

২৯শে নভেন্বর ২০২২

©শ্রীশুভ্র

 

বেহালাবাদ্য

 

বেহালাবাদ্য

 

সম্প্রতি বেহালা বাজানো শিখছি

জানি না, নিরোর মতোন সুরঝংকার

 

প্রয়োজনের সময় আয়ত্ত হবে কিনা,

তবু চেষ্টার অন্ত নেই

 

তড়িতাহত ধুকপুক সময়ের ঘোলাটে চোখে

চোখ রেখে শিল্পের নোটেশান টুকে রাখি হৃদয়ে

 

বাকি সব সভাকবিদের সভামঞ্চের নীচে

বসে থেকে জীবনের অ আ ক খ শিখি

 

বেহালার সুর মূর্ছনায় মজে থাকার কৌশল

আয়ত্ত করা, বড়ো সহজ কথা নয়

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

সংযোগ

 

সংযোগ

 

নৈঃশব্দের কানে কানে

কথা বলে দেখেছি

নিজের কথা স্পষ্ট শোনা যায়

 

কত কিছু বলার রয়েছে

সকলেই তো আর শ্রো‌তা নয়

সবকিছু ঠিকঠাক শুনে যাবে

 

নিস্তবদ্ধ সময়ের মতো

কোন কাল পেলে

কত ভালো হতো

 

মন খুলে কথা বলা যেত

যেসব কথা মুখে আনতে

লজ্জা হয়,

 

যেসব কথায় ভিত টলে ওঠে

হিতোপদেশ গড়াগড়ি খায়

বাকিরা কান চাপা দেয়

 

তবু নৈঃশব্দের কানে কানে

কথা বলা ভালো

নিজের কথা নিজে শোনা যায়

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন