নিজের মতো একান্ত

 

নিজের মতো একান্ত

 

সারাদিন বসে থাকি, অপেক্ষায়

শব্দের অপেক্ষায়, সারাদিন

অক্ষরের মালা জপি অন্ধবিশ্বাসে

অন্ধের মতো বিশ্বাসকে সাথে নিয়ে

 

সব শব্দ সকলের জন্যেও নয়

কিছু শব্দ থাকে একান্ত নিজস্ব

যত দিন বেঁচে আছি, নিজের সাথে

নিজের কাছে তত শব্দ জমে নি ভাঁড়ারে,

 

কোন কোন শব্দ পছন্দও হয় বেশ

চটপটে, ঝটপট করে বিমোহিত করে

তারপর চট করে নিজের স্বরূপ ধরে

ফটাফট জানিয়ে দেয় বশ্যতার শর্ত

 

ওখানেই যত ভয়, সভয়ে তফাত হই

নিজের পথে চলি ফিরি, নিজের শর্তে

শব্দের অপেক্ষায়, অপেক্ষায় থাকি নিজে

যে শব্দ খুঁজেছে আমাকে, আমারই মতো করে

 

সেই শব্দের স্বপ্নে কিংবা ধ্যানে এই জীবন

যতগুলো দিন বেঁচে আছি, স্বপ্ন নিয়ে বাঁচি

একান্ত নিজেরই শব্দ, আমার আত্মার মতো!

ধার করা নয়, শোনা কথা নয়, প্রবঞ্চক নয়

 

ভোরের মত সজীব, ফুলের মত সুন্দর

শিশুর মতো নিষ্পাপ, নারীর মতো ফলবতী

আলোর মতো তিমিরনাশী, মৃত্যুর মতো অমোঘ

আমারই মতো একরোখা, বেকুবের মতো সরল

 

©শ্রীশুভ্র ২৬শে মার্চ ২০২৪

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন