পূতিগন্ধময়

 

পূতিগন্ধময়

 

আমার আর কবিতা পড়তে ভালো লাগে না

এইসব শব্দ অলঙ্কার উপমা

চিত্রকল্প গল্প স্লোগান এবং ছন্দ

ছন্দহীন সময়ে, বড়ো বেশি

ব্যাভিচার বলে মনে হয়

কবিতা কারা পড়ে তবে? আমারই মতো

উজবুক কয়েকজন বাদে? এইসময়ে

কবিতার ভিতরে আর কি খোঁজে?

আর কি বাকি থাকে

জনপ্রিয় কবি’র অটোগ্রাফ ছাড়া!

সেই কিছু তাবড় অটোগ্রাফের কোলাজ

সেই নিয়ে এত কোলাহল তবে?

কে কে পাবে পুরস্কার, কে বাদ যাবে

কে পাবে কল্কে আর কে শোনাবে

বিপ্লবের গান শাসকের কোলে

দোল খেতে খেতে…….

 

নাহ, আমার আর কবিতা পড়তে ভালো লাগে না

একবার মনে হয়, সব পড়া শেষ হয়ে গেছে

একবার ভাবি নতুন কথা সব ফুরিয়েছে

এই যে কবিসভা আলো করে বসে থাকে দেখি

বাঁধা গৎ আউড়িয়ে, মুখে হাসি চোখে লোভ

পায়ে ভারী শিকল নিয়ে, প্রায় স্থবির

তবু কোন ব্যাথা নেই লজ্জা নেই শব্দে অক্ষরে

স্তাবকেরা তবু ঘুর ঘুর করে, টুক টুক করে

সেল্ফি তুলে নিয়ে হাসিমুখ গর্দভের মতো

বাড়ি ফেরে, মুখস্থ বুলিতে ঝুলিতে কবিতা ভরে নিয়ে-

 

ফসিলের মতো মড়া অক্ষর সব, চোখ উল্টিয়ে

চিৎ হয়ে সময়ের চিতায় দুর্গন্ধ ছড়ায়।

 

 

১৭ই মার্চ ২০২৪

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন