নাচতে নাচতে

 

নাচতে নাচতে

 

সেই যে মেয়েটিকে আমি ভালবাসি

আমার ভালবাসার রঙে রাঙিয়ে নিয়ে

 

তাকে সেদিন হঠাৎ জনঅরণ্যে দেখলাম

কোন এক ছোকড়াকে পটিয়ে নিয়ে চলেছে

 

সে ব্যাটাও বেশ কেষ্ট ঠাকুরটি সেজে

বাঁশিতে সুর ধরেছে মেয়েটির নাচের তালে

 

ও মেয়ে নাচও জানে, নাচাতেও জানে

ছোকড়া তার কতটা জানে, কে জানে

 

তবু আমি চেয়ে চেয়ে দেখি, নাচ দেখি

নাচানোও দেখি, সে’মেয়ের তালে তালে

 

সময়ে অসময়ে কত প্রেমিক, কত পুরুষ

নাচতে নাচতে একদিন হারিয়ে গেল

 

©শ্রীশুভ্র ২৮শে মার্চ ২০২৪

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন