কবি’র প্রশ্ন

 

কবি’র প্রশ্ন

 

একটা কবিতাও লেখা না হলে

কোনদিন, কার কি যায় আসে

আসতো? ধরা যাক পৃথিবী

কবি শূন্য হয়ে গেল একদিন

 

হঠাৎ, কবিতার পাতগুলো সব

আলোর পতঙ্গের মতো ডানা মেলে

সূর্যের অভিমুখে চলে গেল জ্বলতে

তাতে কি রোদের উত্তাপ বাড়তো?

 

কিংবা ধরা যাক এই আলো, সাতরঙ

কবিতার রঙ কি রামধনু ধরতো?

একটা কবিতাও লেখা না হলে

কার কি যায় আসে, আসতো?

 

©শ্রীশুভ্র ২৮শে মার্চ ২০২৪


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন