ধারাবিবরণী ২

 

ধারাবিবরণী

 

বাতাস কমে এসেছে

গাছে গাছে পাতায় পাতায়

আতঙ্ক ছড়িয়েছে দ্রুত

 

আমি তবু বন্দুকের শব্দ শুনি

বারুদ পোড়া গন্ধে

শতকের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে

 

ব্রেকিং নিউজের পাঠশালা

খোলা রয়েছে অষ্টপ্রহর

বাকি’রা শান্তিতে ঘুমিয়ে

 

আততায়ীর প্রলম্বিত ছায়ায়

ইতিহাস ঢাকা পড়ে যায়

রাজপথ গলিপথ সব বেদখল হয়

 

ধু ধু মঞ্চে আমি একা

বাকিরা বাড়ি ফিরে গিয়েছে চলে

বন্দুকের নলই পৌরোহিত্য করে সবখানে

 

২৭শে অক্টোবর ২০২২

©শ্রীশুভ্র

 

 

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন