মধ্যরাতের তূর্য

 

মধ্যরাতের তূর্য

 

বাঁকাচোরা স্বপ্নের রাতে যেমনটা হয়

চেনা পথ হারিয়ে যেতে থাকে

মৃত মানুষ কবর থেকে জেগে উঠে

আবারো হ্যাণ্ডশেক করে ফিরে যায়

 

তেমনই সেই নারী মধ্যরাতের উন্মত্ততায়

একা, কড়া নাড়তে থাকে আমার দরজায়

মশারির ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকা

হাড়পাঁজরা নিয়ে আমি তখন বড়োই বেকায়দায়

 

বিশ্বায়নের দগদগে ক্ষত বুকে নিয়ে

যাঁরা হাঁটতে চায় নাগরিক মিছিলের পতাকায়

বাঁকাচোরা স্বপ্নের মতো বিপ্লবের হাতছানি

তাঁদের মতোই আমাকেও ডাক দিয়ে যায়

 

তবু আমি, নিতান্ত ভালো মানুষের মতো

স্বপ্নের অভিসারে হাতে হাতে হাত ধরি না

এ জীবন প্রপঞ্চময় জেনে, সংযত থাকি

থাকি না বাঁকাচোরা স্বপ্নের ভরসায়…

 

২৩শে অক্টোবর ২০২২

©শ্রীশুভ্র

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন