ঈশ্বরের সমীপে

 

ঈশ্বরের সমীপে

 

প্রেয়সীর বুকে

উন্মুক্ত আকর্ষণে যখন ক্রমশ

নিমজ্জিত আমি, উন্মত্ত ওষ্ঠের ভাষায়

সব পুরুষই দিশেহারা তখন

তখনই নারীর সময়

 

এবং এই আমি

পূর্ব পুরুষের মতো বারবার

শরীরের অক্লান্ত উৎসাহে

সেই নারীর শরীরের কাছে

                        বন্ধক রেখেছি নিজেকে

 

এত আলো, এমন নীল আকাশের

সীমানা ছেড়ে, নারীর সীমায়

বাকি সব পুরুষের মতো

প্রতিদিন ক্লান্তিহীন আমরা সব

                        কলুর বলদ যেন

 

ঈশ্বরের কথা জানি না

জন্ম মৃত্যু নিয়তির ঘরে, নারীর ইশারায়

পুরুষের ঠিকুজিকুলজি সব ঠিক হয়ে যায়,

পূর্বপুরুষের মতো তাই আমি

                        আমিও সেই নারীর ঠিকানায়

 

২৩শে অক্টোবর ২০২২

©শ্রীশুভ্র


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন