সময়ের চক্রব্যূহে

 

সময়ের চক্রব্যূহে

 

এত কথা এত কলরব ছাড়িয়ে

নিস্তব্ধ পাহাড়ের মতো

স্থিতু হয়ে বসতে সাধ হয়

 

কি এমন কথা আর বাকি আছে

দ্বেষ নয় বিদ্বেষ নয়, ঈর্ষার পালে

ভালোবাসার সুরভী ছড়াতে পারে?

 

মহাকাব্যের পাতায় পাতায়

আমাদের স্বপ্ন সাধ সাধনার

সব ইতিহাস লেখা শেষ হয়ে গেছে

 

হাড়হাবাতের স্তুপের উপরে, পতপত

সাম্রাজ্যের জয়পতাকা ওড়ে, মৃত

হাড়গোড় বুকে নিয়ে ইতিহাস পাতা ওল্টায়

 

মধ্যরাতের যোনিতে, তারপরেও…

বিপ্লবের জন্ম হবে বলে তর্কে বিতর্কে

কেউ কেউ এখনো উৎসাহিত হয়

 

সময়ের চক্রব্যূহে সব কথা তবু

বলা হয়ে গিয়েছে বহু আগে

নতুনের বাণী, সবটাই অলীক কাহিনী

 

২৩শে অক্টোবর ২০২২

©শ্রীশুভ্র


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন