সংযোগ

 

সংযোগ

 

নৈঃশব্দের কানে কানে

কথা বলে দেখেছি

নিজের কথা স্পষ্ট শোনা যায়

 

কত কিছু বলার রয়েছে

সকলেই তো আর শ্রো‌তা নয়

সবকিছু ঠিকঠাক শুনে যাবে

 

নিস্তবদ্ধ সময়ের মতো

কোন কাল পেলে

কত ভালো হতো

 

মন খুলে কথা বলা যেত

যেসব কথা মুখে আনতে

লজ্জা হয়,

 

যেসব কথায় ভিত টলে ওঠে

হিতোপদেশ গড়াগড়ি খায়

বাকিরা কান চাপা দেয়

 

তবু নৈঃশব্দের কানে কানে

কথা বলা ভালো

নিজের কথা নিজে শোনা যায়

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন