আবহমান অন্ধকার

 

আবহমান অন্ধকার

 

আমাদের শিকড়ে শিকড়ে ছড়িয়ে রয়েছে

দ্বেষ, সকাল বিকাল দর্পণে মুখ দেখে নিয়ে

তবু চমৎকৃত হই… আশ্বস্ত করি হৃদয়কে

দেখো আমি ভালো আছি, এগিয়ে চলেছি

 

পরস্পর কোলাকুলির সন্ধ্যায় করমর্দনের

গীতিআলেখ্য গাঁথি পারস্পরিক অনুমোদনে

সকলেই শান দিয়ে চলেছি শানিত আঁধার

মননের দিগন্তজুড়ে ঐতিহ্যের নকশিকাঁথায়

 

আমাদের মাটির শিরায় শিরায়, আবহমান

অন্ধকার হামাগুড়ি দিয়ে চলেছে নিরন্তর

গর্ভধারণের দিনে আমরাও সামিল সেই

-উৎসবে। অনন্ত উদ্দীপনায় রাত্রি নিশীথে

 

৪ঠা অক্টোবর’ ২০২২

©শ্রীশুভ্র

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন