পথের নির্জনে

 

পথের নির্জনে

 

হারিয়ে ফেলেছি

বাড়ি ফেরার পথ

সে পথের ঠিকানা…

হয়ত সে দাঁড়িয়ে রয়েছে

পথ দেখিয়ে নিয়ে যাবে বলে

যাঁকে দাঁড় করিয়ে রেখে

এসেছি একদিন, কুক্ষণে

 

এমনই অনেক দিন

চলে গিয়েছে আলগা হাতের

মুঠো থেকে। যাঁর কাছে

গিয়ে পৌঁছানোর কথা ছিল

মনে করতে পারিনি

হয়তো তারই মুখ

সময়ের ঘূর্ণনে।

 

এদিক ওদিক কত পথ

এগিয়ে চলেছে

পথিকের টানে

তবু নিজের পথরেখাটুকু

ঠিক মতো কজনই বা

খুঁজে পায়, ঘুরে চলি

দিশেহারা পথের নির্জনে

 

২৭শে অক্টোবর

©শ্রীশুভ্র


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন