সুড়ঙ্গ

সুড়ঙ্গ

 

এদিকে অনন্ত সুড়ঙ্গ, আবহমান কালপর্ব জুড়ে

সময়ের পাকদণ্ডী বেয়ে নিরন্তর ঘুরপাক খায়

তুমি বলবে, তবু ভালোবাসি, ভালোবেসেছি তোমায়

 

প্রতিদিনের এক একটি আমি জুড়ে, জোড়াতালি দিয়ে

যে উপাখ্যান-মালা তুলে দিয়েছি তোমার দুই হাতে

সেখানে বিস্তর গলদ রয়ে গিয়েছে, সাদাতে কালোতে

 

উত্তেজক আদরের মায়াজালে প্রতি রাত সহবাসের পর

নিজেকে চিনে নিতে সুবিধে হয় অনেক, প্রবঞ্চক

অন্তর্দাহের উত্তাপে ঘেমে উঠলে শরীর, ফুরফুরে মন

 

তারপর অবাঞ্ছিত উপদ্রবের মতো বিদঘুটে অন্ধকারে

নিষিদ্ধ প্রশ্নমালার উকুন সারা মাথা দাপিয়ে বেড়ালে

যদি আহত করে ফেলি তোমায়, ক্ষমা করে দিও প্রিয়

 

৫ই অক্টোবর’ ২০২২

©শ্রীশুভ্র

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন