কষ্ট

 

কষ্ট

 

পাহাড় ভাঙ্গা নদীর জলে

কান্না জমে নেই?

 

সময়ের বিষণ্ণ ঘড়িতে?

কিংবা অবসন্ন যৌনমিলনে!

 

কোন কোন ছায়া যখন

প্রলম্বিত হয়, মলিন দেওয়ালে

 

মৃত্যুর কাছাকাছি পৌঁছিয়েও

যাঁদের ফিরে আসতে হয়

 

কবর দেওয়া ভালোবাসার স্মৃতিতে

যাঁদের দিন রাত্রি একাকার

 

এঁদের সকলের সাথে কথা বলে

বরং দেখা যাক একবার

 

এত আলো এমন নীল অবকাশ

পিছনে ফেলে কান্নার ভিতরে

 

কি আছে এমন! যার কাছে

নতজানু হতে হয় বারংবার…

 

২৩শে অক্টোবর ২০২২

©শ্রীশুভ্র

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন