আবহমান

 

আবহমান

 

যারা চলে গিয়েছিল বহু আগে

মান্ধাতার বাবার জন্মের সময়

তাদেরও ঠাণ্ডা হাতে হাত রেখে

অনুভব করা যায় স্বচ্ছন্দে

দ্বেষ ঈর্ষাজনিত মনোবিকলন

 

জন্মের সিঁড়ি বেয়ে বেয়ে নিরন্তর

যতদূর ভ্রাম্যমান মানব সমাজ

ততদূর রক্তে ভেজা পথিকের পথ

সংহার কিংবা সুরক্ষায়, সময়ের

দুই মুখেই রক্তের রঙ রক্তিম!

 

এরপরেও বড়ো আশ্চর্য্য লাগে

তোমাকে জড়িয়ে ধরলে, যখন

পরিতৃপ্ত হয়ে ওঠে তোমার মন

বড়ো বিস্ময়ে আনন্দের প্রস্রবণে

হামাগুড়ি দেয় মন্ধাতার বাবার আমল

 

৬ই অক্টোবর’ ২০২২

©শ্রীশুভ্র


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন