সময়ের ক্ষত

 

 

 

সময়ের ক্ষত

 

মৃত হাড়গোড় নিয়ে সময়ের ক্ষত

মাটি পাথরের বুকে, ক্ষোভ লালসা

বারুদের গন্ধ সব জমা করা আছে

 

ক্রমাগত মিথ্যের আঁচড় বুকে নিয়ে

দাঁড়িয়ে থাকে শপথের অক্ষর, শব্দ-

মালা, ফাঁপা প্রত্যয় আর অভিসন্ধি

 

আমি দেখেছি কিভাবে ইতিহাসের

পাতা জুড়ে, ভুল আর ভুলের পাহাড়

একই নাটক মঞ্চস্থ হয় প্রতিদিন

 

যতদূর চোখ যায়, চতুর্দিক জুড়েই

যতদূর যায় না দেখা, তারও বেশি

এক পৃথিবী পাপের পূর্ণ ঘড়ায় –

 

পুণ্যের নকশীকাঁথা বোনা হয় যত্নে

প্রযত্নে সুশীলসমাজ বুদ্ধিজীবী মোহন্ত

মুখ আর মুখোশ এক হয়ে যায়, ক্রমে

 

৬ই সেপটেম্বর’ ২০২২

©শ্রীশুভ্র

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন