সিঁদ

  

 

সিঁদ

 

শহরের রোদ চুঁইয়ে চুঁইয়ে

স্বপ্নের অস্থি মজ্জায় বাড়ছে উত্তেজনা

আশার অলিগলি ঘুরে সংকল্পের রাজপথে

 

এসময়ের প্রতিটি পদক্ষেপ

আসন্ন যুদ্ধের মহড়ার মকশো

রাত্রি অথবা দিন ঘুমের ভিতর

 

আরও ভিতরে পাশার দানে

বাজিমাতের আসরে

বণিকের হাতেই রাজদণ্ড শোভা পায়

 

বাইরে ধর্মের সুউচ্চ মন্দির মিনার

এ এক আশ্চর্য্য সমন্বয়

মস্তিষ্কে সিঁদ কাটার

 

                                               ৩০শে শ্রাবণ’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন