সূঁচ

  

 

সূঁচ

 

           ফোটার ব্যাথা নিয়ে

 

পৃথিবীর মুখ দেখেছি আমি

 

মানুষের মুখ দেখিতে চাই নাকো আর

 

          আমার ভাঙ্গা হাড়ে

 

নির্ধূম উল্লাস জেগেছে যে হৃদয়ে

 

সেই হৃদয় কিংবা হৃদয়ও হয়তো বা নয়

 

অন্য কিছু নরপিণ্ড হয়তো বা

 

সারি সারি ইতিহাসের পাতার মতোন

 

           মানুষেরই কথা সব

 

খেলা করে

 

রণ রক্ত সফলতার ভিড়ে

 

                                              (২৩-০৭-২০১৭)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন