স্বাধীনতা তুমি

  

 

স্বাধীনতা তুমি

 

স্বাধীনতা তুমি

চাপাতির কোপে রক্ত তুফান মৃত্যুমিছিল।

স্বাধীনতা  তুমি

কাজীর ফতোয়া মৃত্যু নিদান, দিন প্রতিদিন।

স্বাধীনতা তুমি

ককটেল ব্যোম, শিরদাঁড়া পোড়া নাগরিক ঘ্রাণ!

স্বাধীনতা তুমি

দাঙ্গা বিবাদ, আত্মঘাতী সন্ত্রাসী গান।

স্বাধীনতা তুমি

চালশে চোখের চল্লিশ পার, স্বপ্ন ফানুশ!

স্বাধীনতা তুমি

আখের গোছানো বুদ্ধিতে শান ব্যস্ত মানুষ-

স্বাধীনতা তুমি

ভোটের বাক্সে কারচুপি; আর রাজনৈতিক মিথ্যা ভাষণ।

স্বাধীনতা তুমি

মসনদে গেলে দেশের উর্দ্ধে দলীয় আসন।

স্বাধীনতা তুমি

শহীদ মিনারে লাইভ টেলিকাস্ট পুষ্পস্তবক।

স্বাধীনতা তুমি

পান্তা ইলিশে স্বদেশীয়ানার নমুনা যা’হক।

স্বাধীনতা তুমি

দলীয় পতাকা রঙের শ্লোগান ক্ষমতার গান!

স্বাধীনতা তুমি

ভুলতে বসেছো মুক্তিসেনার রক্তের দান!

স্বাধীনতা তুমি

ফসলের মাঠে বহুজাতিকের চওড়া হাসি।

স্বাধীনতা তুমি

বিদেশী পুঁজিতে মৌলবাদের করছো চাষ-ই!

স্বাধীনতা তুমি

কারফিউ কর মুক্তমনার মেধাবী মগজ,

স্বাধীনতা তুমি

                                                দাবি কর আজ স্বাক্ষর করা না লেখা কাগজ।

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন