হারানো সুর

 

হারানো সুর

 

যে সব গোপন রমণীর সাথে

হয়নি রমণ কোনদিন,

তাদের উষ্ণ অভ্যর্থনা

জমা থাক নিভৃত নিশীথে

পুরানো অভিসার জুড়ে

যারা এলো গেলো

ধুসর স্বাক্ষরে তাদের স্মৃতি

এলোমেলো হাওয়ায় মিলালো

 

এসময় যদিও একাকী

নির্বাক রাত নিস্তব্ধ তিমিরে

গোপনাঙ্গ জুড়ে সময় ফুরালো

তবু যেন গোপন রমণীরা

ফিসফাস করে শুনি, নিশুতি রাত

আজও দেখি লাগে ভালো

 

২৯শে মাঘ’ ১৪২৭


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন