সেল্ফি ২

 

সেল্ফি ২

 

সফল লোকের মতো হতে পারলে

বড়ো সুবিধে হতো

রোজকার জুরুরী কাজগুলো

ঠিক মতো ঠিক ঠাক আখের গোছানোর মতো

যারা গুছিয়ে নেয়

নিচ্ছে বংশ পরম্পরায়

আহা তাদের মতো

 

রঙ বাহারি ক্রেডিট কার্ড হাতে

সমস্ত ডেবিটগুলো মিটিয়ে দিতে পারলে

মুহূর্মুহূ উল্লাসের উল্লম্ফনে

আমিও সফল কবিদের মতো

প্রেমের কবিতা লিখে দিতে পারি

সুখ দুঃখের শৌখিন দঁড়ি টানাটানির শেষে

এক পেগ আমেজে ভালোবাসার গলা ভিজিয়ে আহা

 

প্রেমিকাদের লাইনে অটোগ্রাফ দিতে দিতে

ক্লান্ত স্বাক্ষর চুঁয়ে চুঁয়ে স্ফীতগর্ব উদ্ধত বুক

পুরস্কার মঞ্চের হিসাব নিকেশে

এক বার মহাপুরুষ হয়ে গেলে সবাই সফল

সফল লোকের মতো হতে পারলে

যারা পারে পেরেছে পারবে আরও

আহা তদের মতো

 

বাসি হয়ে যাওয়া মন্ত্রগুলো যদি

ভুল অঙ্কের ফর্মুলার মতো অকেজো না হয়ে যেত

কিংবা ধরা যাক এখনো আমি তুমি সে’ও

আমাদের সকল বিবাদ ভুলে হাতে রেখে হাত

পায়ে পায়ে পথ হয়ে ওঠা যেত

গলি থেকে বড়ো রাস্তা হয়ে ক্রমে

হাইওয়ে ধরে স্বদেশ

 

এসব ভুলভাল আবোল তবোল ভেবে

রাত নিশুতি একলা প্রদীপ জ্বেলে আর

কে আর কবর খুড়তে চায়

সফল লোকের মতো

সবাই সকলেই সকলের আগে

বরং পৌঁছিয়ে যাবে

নিজস্ব বিবরে আহা

 

তারপর যে আসে আসুক

যে পারে পারুক

যে যেভাবে চায়

সফল লোকের মতো বরং

আমি তুমি সে’ও দেখ

কেমন রজকীয় ঢঙে

সেল্ফি তুলে নেব আহা

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন