সৃজননিশীথে

 

সৃজননিশীথে

 

রাত্রি তৃতীয় প্রহর

জানলার ওপাশে নিস্তব্ধ ক্লান্তি নিয়ে

ঝিমিয়ে পড়েছে নিশুতি রাত

এপাশে বিবস্ত্র আমরা পরস্পর

প্রতিদিনের আয়োজনে

কামারের হাপরের মতো একটানা

রক্তিম জীবনকে রাঙিয়ে তুলেছি আরও

ঘুটঘুটে অন্ধকারের বুকে

উজ্জ্বল নীহারিকার মতো

 

এখানে স্বপ্ন নাই নিদ্রা নাই

চিত্রকরের তুলির অমেয় আঁচড় কিংবা

ভাস্করের অসামান্য শৈল্পিক প্রসিদ্ধির

প্রদর্শনী নাই উদ্ভাবনী শক্তি নাই

আমাদের হাতের রেখা বরাবর

হেঁটে যাওয়া শুধু অন্ধকারের বুক চিরে

অলো নয় উষ্ণতা নয় ভালোবাসা নয়

মৃত্যুর আগে চলে যেতে যেতে

সাম্রাজ্য বিস্তারের অকৃত্রিম আনন্দ শুধু

 

জানলার ওপাশে নিস্তব্ধ বিস্ময়ে

চেয়ে থাকে করোটিহীন চোখ

অনন্ত প্রতীক্ষার মতো প্রেম

ভালোবাসার রূপকথা বুকে

দীর্ঘশ্বাস ফেলে থেকে থেকে

ক্ষণে ক্ষণে ভেসে যেতে থাকে

স্বপ্ন সাধ ভালোবাসা, সব

ঝাপসা দৃষ্টির মেঘে এখনো সাঁতরায়

পূর্বপুরুষের বিদেহী আত্মার মতো যাকিছু

 

১০ই অগ্রহায়ণ’ ১৪২৫

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন