স্বপ্ন বিনিময়

 

স্বপ্ন বিনিময়

 

রোজকার বীর্যপতনের স্বপ্নে

আশাপ্রদ হয়ে ওঠে নাগরিক পৃথিবী

বন্দরে বন্দরে নারীর মেকআপের মতো

উজ্জ্বল নোঙর ফেলে রেখেছি

 

যত দূর চোখ যায় চেয়ে চেয়ে দেখি

মৈথুনরত নগ্ন ছায়ামূর্তী সব

ঠোঁটে ঠোঁট ঘসে ঘসে ক্লান্ত যদিও

তবু দেখো পরস্পর বিশ্বস্ত কেমন

 

অলোড়িত অন্ধকার ঠেলেঠুলে

মৃত অর্ধমৃত আলিঙ্গন সন্ধ্যায়

যিশুর বাণী নয় মানুষের চোখে

পাউণ্ডে ডলারে স্বপ্ন বিনিময়

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন