হায় বাঙালি হায়

 

হায় বাঙালি হায়

 

তুমিও যদি নাই ধর হাত আজ

থাক তবে আর নাই বাড়ালাম হাত

ভিটে মাটি কেড়ে লুটেছে ভোটার কার্ড

স্বদেশের বুকে নেমেছে লক্ষ রাত

 

এ মাটি আমার বাংলায় কথা বলে

হাজার বছর এ মাটি আমার ঘাম

দস্যু ব্রিটিশ সু-শাসনের ছলে

এ মাটির সাথে জুড়ে ছিল আসাম

 

সেই ইতিহাস ভুলেছো বন্ধু সব

রাজনীতি আর ধর্মের ঘোলা জলে

শত্রুরা তোলে অসত্য কলরব

ঘরশত্ররাও শত্রুর সাথে চলে

 

বাংলার বুকে অনুপ্রবেশকারী

বাঙালি তো নয় অবাঙালিই ওরা সব

বর্গীর থেকে গুজরাটি মারোয়ারী

তাদের নিয়েই তোমাদের গৌরব

 

পুড়ছে ঘুঁটে হাসছে গোবর আজ

এখানে ছেঁটেছে চল্লিশ লক্ষকে

ওখানে যেদিন ফেলবে মাথায় বাজ

ছেঁটে দেবে ওরা কয়েক কোটি’কে

 

আমার বাংলা তোমার বাংলা তাই

যেখানে বাঙালি সকলেই সংকটে

অবাঙালিরা আজ একজোট ভাই ভাই

বাংলা দখলে সব দল এক রুটে

 

                                               শ্রাবণের ১৫’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন