সান্নিধ্য ২

  

 

সান্নিধ্য

 

ইতিহাসের হলুদ পাতার মতো

আজ তুমি। অনেক তর্কের শেষে

সবটাই ধূসর মমতা

আমাদের রাত্রিনিবাসে

বিক্ষুব্ধ দীর্ঘশ্বাসের দেওয়াল জুড়ে

সে কি ছেলেমানুষিরই না এক্কাদোক্কা খেলা

তারপর স্তব্ধতার শব্দহীন কোলাজে

পরস্পর একা হয়ে যাওয়া

 

তবু নিঃসঙ্গ গন্ধ রয়ে যায়

শরীর জুড়ে মানসিক বিভ্রম জাগে

এই প্রেম আতসবাজির মতো কেন পোড়ে

ভুলে যাওয়া তবু ভালো

ভুলতে চাওয়ার থেকে

 

না, সবটাই শেষ কথা নয়

হয়তো তুমিও নও

সান্নিধ্যটুকুই স্মৃতিময় জ্বালা

 

                                               ১৯শে চৈত্র’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন