স্বপ্নের আমি

 

স্বপ্নের আমি

 

মৃত মানুষের কবরের পাশে বসে

স্মৃতির পাতায় ইতিহাস পড়ি আমি

টুকরো টুকরো স্বপ্ন বেচে যে বাঁচা

মহাপুরুষের জীবনের থেকে দামী

 

চারিদিকে জল চরাচরহীন দিন

নোয়ার নৌকায় ক্রমেই ঘনায় রাত

তবুও মানুষ পরস্পর ভালোবেসে

চুম্বনে আঁকে মুষ্ঠিবদ্ধ হাত

 

মনে হতে থাকে কখনো নিজেকে একা

মনে হতে থাকে পথ বুঝি হলো শেষ

বুকের হাপরে স্বপ্নেরা ওঠে নামে

তবুও স্বপ্ন জেগে থাকে অনিমেষ

 

মৃত নদীটির বুকের কান্না জমে

জমা হতে থাকে সাত সাগরের জল

আমিও তেমনই তৃষ্ণার জল ছেঁচে

স্বপ্ন ফোটাই অবিরাম অবিরল

 

৩রা জ্যৈষ্ঠ’ ১৪২৭

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন