সেলফি

  

 

সেলফি

 

ভদ্রমহিলা চুল বাঁধেননি আজ

সারাদিন কেটে গেছে

আয়না পড়ে থেকেছে নিঃসঙ্গ

আলো জ্বলেনি সান্ধ্য অবসরে ঘরে

 

মোবাইলটা পড়ে আছে সামনে

মাঝেমধ্যেই রিংটোনের মায়াবী ডাক

নোটিফিকেশনের টুংটাং অহরহ

কল ধরেননি কোন, ফোনও

 

শুয়ে আছেন পাশবালিশে মাথা রেখে

খোলা জানলা দিয়ে দখিনা বাতাস

শ্রাবণ ভেজা আদরে ডাকতে চেয়েছিল

শূন্য দৃষ্টি মেলে তিনি নিরুত্তাপ চুপচাপ

 

                                                ১৬ই আষাঢ়’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন