বিপর্যয়

 

 

বিপর্যয়

 

বেশ কিছু দিন হলো শব্দরা আসছে না আর

আগের মতো। সময়ের কোলাহল ছাপিয়ে

জোয়ারের উজান বেয়ে সাঁতরিয়ে

 

মনে হয় মাঝেরহাট সেতুর মতো

দুটুকরো কলমে শব্দরা আহত নিহত

দিকভ্রান্ত হয়ে মাটিতে গড়াগড়ি খায়

 

তাই কবিতার ছুটি আপাতত

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে

আঙুলের নাচন শুরু হয় কিন্থু ঐ!

 

শব্দরা কোথায়? আমার আশে পাশে

যুক্তিতর্ক প্রতিশ্রুতির রুটমার্চ: তবু

ল্যাম্পপোস্ট জুড়ে আরও অন্ধকার ঘনায়

 

২৯শে ভাদ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন