বৃষ্টিদিনের কাব্য

 


বৃষ্টিদিনের কাব্য

 

তোমরা যারা বৃষ্টিদিনে

ছন্দ দিয়ে শব্দ ধর

জলের ফোঁটায় মনের বোঁটায়

তাতা থৈথৈ কাব্যি কর

 

আচ্ছা ধর, সেই তখনি

পড়তো যদি তোমার ঘরে

বৃষ্টিফোঁটা টপটপাটপ

সিলিং চুঁইয়ে এঘর ওঘর

 

ভিজত যদি লেখার টেবিল

শোয়ার তোষক কাব্যখাতা

কলম ছেড়ে সেই তো তুমি

গলদঘর্ম বুলিয়ে ন্যাতা

 

গামলা বাটি সানকি নিয়ে

বৃষ্টিধারা দিচ্ছ সামাল

ভাসছে মেঝে ভিজছ তুমি

পুড়ছে যখন তোমার কপাল

 

তখন তোমার শব্দ দিয়ে

ছন্দ তালে কাব্যি করা

কিংবা ধর ব্যালকোনিতে

সেল্ফি ভরে বৃষ্টি ধরা

 

লগইন করে ফেসের পাতায়

লাইক কমেন্ট খেড়োর খাতায়

হাহতস্মি কোথায় তুমি?

আকাশ ভাঙ্গা বৃষ্টি যখন‌

 

তোমার ঘরেই অনাহুত

তখন কবি বলতে পারো

বৃষ্টিদিনে কাব্যি করে

কেমন করে ওয়াল ভরো?

 

৯ই শ্রাবণ ১৪২৫

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন