বিসর্জন

 

                                  

বিসর্জন

 

নিজস্ব স্বাক্ষরে অক্ষর গুঁজে গুঁজে

বিশ্বাসের বিসর্জনে পা মিলিয়ে চলেছি

নবমীর চাঁদের বাঁশি সুরে সুরে

অশ্রুসজল পথে পিছু নিয়ে ছিল পথিকের

 

আরক্ত মুখোশের বিভা

অন্তিম প্রয়াসে শিলান্যাসের মতো

প্রতিশ্রুতির লিমেরিক শোনাতে

জলপরীনৃত্যের আয়োজনে ব্যস্ত

 

ঠিক এমন সময় পর্দার উন্মোচন

সুজাতার পরমান্ন হাতে তুমি

দাঁড়ালে সম্মুখে। হাজার বছর

অতীত হয়ে গেলেও আজ বিসর্জন

 

২২শে আশ্বিন’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন