বেকুবের মেনিফেস্টো

 

বেকুবের মেনিফেস্টো

 

আমিও কি হাঁটছি বেকুবের মতো

পকেটে গড়ের মাঠ

শূন্য আঙুলে বিষাদ মাখা স্বপ্ন

প্ল্যাকার্ডে মিছিলে মরীচিকার পাঠ

 

ক্লান্ত পায়ের পাতা অক্লান্ত অন্বেষণ

সময়ের চাবুকে বদলে দিতে দিন

নিতান্ত খড়কুটো ধরেও যদি হয়

হয়ে যাক বিপ্লব রঙিন

 

ময়লা পেরেকে টাঙানো আয়নায়

বিকারের ঘোর তবুও দুই চোখ

অনাগত শিশুর হাসির মতো, নয়তো

জননীর স্পর্শের মতো অম্লান হোক

 

১৭ই ফাল্গুন’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন