বিবর্ণ হেমন্তের কথায়

 

বিবর্ণ হেমন্তের কথায়

 

সহজে ভোলার মতোই তোমাকে ভুলেছিলাম একদিন

সহজে পাওয়ার মতো প্রেম সহজে টেঁকে না জেনে

তারপর হেমন্তের ক্লান্তির পথে হেঁটে গড়িয়ে

                        এই এতটা বছর!

সামুদ্রিক পাখির মতো তোমাকে দেখলাম

আবারো হেমন্তের নিস্তব্ধ সন্ধ্যার শেষে

দুচোখ ভরে মানুষের ঘরবাড়ি দেখছিলে বুঝি

                        খোঁজনি কিছু আর

অবিশ্রাম মানুষের ভিড়ে প্রতিদিন

রাত্রি নামলেও তুমি নির্বিকার

হেমন্ত পাতা ঝড়িয়ে চলে যাবে জেনে……..

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন