বিরহ

 

 

 

বিরহ

 

সেইসব শরীরঘটিত গোপনাঙ্গ সুখ

রাত্রি তৃতীয় প্রহরের জানলা দিয়ে

উঁকি দিলে, সবাই সকলেই কামুক

 

শরীরে শরীর মেলানো পয়ারের সুর

অন্ধকার ঘন হয়ে আসা বাতাসে

তখন আরও নিবিড় আরও মধুর

 

মনের জানলা ধরে জেগে থাকে রাত

রাতের আগুন পোড়ে, শরীরের ভাঁজে

দুটো হাত খুঁজে ফেরে আরও দুটি হাত

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন