বুদ্ধ কনফুসিয়াস

 

 

বুদ্ধ কনফুসিয়াস

 

অন্ধকার আকাশনারীর মতো আজকের রাত

গৃহস্থের জানলায় আড়ি পেতে দাঁড়িয়ে

কিছুটা বিপর্যস্ত; হাইরোডে দুরন্ত ট্রাকের শব্দ

তাড়া আছে পৌঁছাবার। তবুও শূন্য প্রান্তর

ঠিকানার খৌঁজে সারাদিন-

আর রাতের অন্ধকার আমাদের দুচোখ বেয়ে

টুপটাপ।

তবুও বুদ্ধ কনফুসিয়াস কিছুটা আলোর মন্ত্রণায়

অনেকটা হেঁটে নিয়ে ক্লান্ত

এলোমেলো কথাদের ভিড়ে একদিন হারিয়ে গেলেন

 

আমারও অনেকটা পথ হাঁটার ছিল

কিন্তু এই রাত

          অন্ধকারে আমাদের সব পথ

          বাঁধিয়ে দিয়ে চলে যায়

          চোখ ধাঁধানো স্থবির সকালটুকু

পড়ে থাকে শুধু এলোমেলো  সান্ধ্য খবরে

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন