বিলাপ

 

 

বিলাপ

 

এ শরীরে তোমার ঠিকানা লেখা ছিল

অজানা ছিল না তোমারও

যে কোন ঠিকানাই গম্য হয় না

হয় নি তাই তোমারও

 

তবু ভোর হতে সদর দরজায় কান পাতি

নরম ঠকঠক শব্দের অপেক্ষায় কোনো

নাগরিক রোদ ঘেমে নেয়ে ওঠে

দরজার ওপারে শব্দ হয় না কোনো

 

বিছানা জুড়ে আরধ্য রাত নামে

শরীরের আনাচে কানাচে তুমি

চিত্রনাট্য সংলাপে এখন এডাল্ট সময়

যে স্বপ্ন কখনো দেখনি তুমি

 

৩০শে কার্তিক’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন