৪৭-এর পর

 

 

৪৭-এর পর

 

মন্দিরে মসজিদে

সন্ধ্যাহ্নিক নামাজে

বাংলার উষ্ণতা

কেঁপে কেঁপে ওঠে হাড়হিম শীতে।

 

সেই শীত চাদর গায়ে

আমি আর তুমি পরস্পর,

পাসপোর্ট ভিসায়

প্রতিবেশী সাজে।

 

ধর্মগ্রন্থ পূরাণ লোকাচারের

ঝুরি নামতে থাকে

বাংলার শিকড়ে।

নিত্য নতুন করে।

 

বর্ণমালা স্বরলিপির

দূরন্ত কোলাহলে

এ সবুজ কাঁদে।

 

রাজনীতি অর্থনীতির

সার্বভৌম ফাঁদে

গলিত স্থবির ইতিহাসের ছাঁদে.....

আমাদের এক বৃন্তের

ভালোবাসা........

আধঘণ্টা আগে আর পরে।

 

(০৭/০৪/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন