বিলম্বিত বিলাপ

বিলম্বিত বিলাপ

 

ধূপছায়া মনের সাতকাহন লিখতে বসে

 ঘড়ির কাঁটার উল্লম্ফন।

হাওড়া ব্রীজের থেকে গঙ্গার জল মাপতে গেলে

স্মৃতির ডানা ঝটপট।

পাণ্ডুলিপির আয়োজনে বিমর্ষ সমাজ

পরস্পরের মুখে মুখ ঘসতে ভয় পেয়ে

রিপোর্ট এব্যুজে বাটন টেপে।

ধর্মের কলে বাতাস লাগে না বলে

বিচারকের দিবানিদ্রায় পৌষ এসেছে আজ।

শেষ ট্রেনের নিষিদ্ধ কামরায় আইন,

ধৃতরাষ্ট্র সুখে ঘ্রাণ নিতে পছন্দ করে।

এখানে আমার শব্দ টাপুরটুপুর পড়ে না।

গলা খাঁকড়ি দিয়ে শিরোনামের আড়ালে

নিধিরাম শুয়ে শুয়ে হাঁপিয়ে পড়ে।

 তবুও যখন ছন্দের ভানে দেখি কাব্যতীর্থে পুরস্কারের মুখে বুলি,

বাংলার মাটিতে সাতকাহন কাকলি চড়ুই কাকের মত

শালিখের পিছনে ছোটে।

কেবলি বিদেশী লগ্নীর ধ্যানে আমদের ঋণ বেড়ে ওঠে।

 

(০৯/১১/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন