বিন্যাস

বিন্যাস

 

মেঘরোদ্দুর মন দহনে আলো অন্ধকার বাড়িয়ে দিল হাতে,

দীর্ঘ থেকে দীর্ঘতর ছায়া পরিমিতির ছক ভাঙতে চায়

বাউন্স করা চেকবইয়ের তালে

বিশ্বাস আর ঘূণপোকাদের গান ধরছে ধৈবত

 

ইজেল নিয়ে ক্যানভাস আর তুলির দ্বন্দ্ব আর দ্বিধা চলন স্বর

ভালোবাসায় তামাক গন্ধ আছে মন নির্জন সুযোগ পেলে তাই

ঘর ভরা আর চৌষট্টি খোপে মন আটেঁনি সূর্যমূখী ধান

নবান্নের আর সংক্রান্তির মাঝে

 

শাদা পালক আজও নাবালক তাই বিপন্নতে বিষণ্ণ হয়ে যায়

নীল শাড়ী আর সিলিং ফানের মাঝে তাকিয়ে থাকে

অবাক বিস্ময়

 

এই তো সময় সেজেছে ঈশ্বরে,

পাণ্ডা নাচায় সব তুরুপের তাস

শয়তান তার ভোজন সভায় আজ আংটি দিয়ে ঝুলিয়ে রাখে আশ

 

খুড়োর কলে মন্ত্রমুগ্ধ তাই

সফল বিন্যাস

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন