বিষণ্ণ অবকাশ

বিষণ্ণ অবকাশ

 

ওগো মেয়ে আমার মন ভালো নেই.....

তোমার চিবুক ছোঁয়া অন্ধকারে

বড় বেশি কুটুম্বিতা জমে আছে

মনোময় আলো হাতে

 চলে যাওয়া অতীশ দীপঙ্করের পথে

তোমারও তো যাওয়ার কথা ছিল একদিন

কিছুটা অন্তরঙ্গ আদরে

চুবিয়ে নিতে বেশ রোজকার তুলি

বিয়ের পিঁড়ি থেকে শ্লীলতাহানির ধারায়

সব জ্যোতিষীই ব্যার্থ হলে

তোমারও তো বলার কথা ছিল কিছু ......

গান্ধারীর চোখের পটি খুলে

আকাশের চাঁদ নয় তোমার কুসুম কোমল ঠোঁটে

অমলিন জ্যোৎস্না ছড়িয়ে

যত কবিতা লেখা হয় রোজ,

সামাজিক ঘূণপোকারা ছন্দের ছদ্মবেশে করে ভুড়িভোজ

 

 

ওগো মেয়ে আমার মন ভালো নেই

তোমার চিবুক ছোঁয়া অন্ধকারে এবার

সূর্য হয়ে জ্বলো

অতীশ দীপঙ্করের পথ

এখনো

নিরালা পড়ে আছে

 

(২৮/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন