বিচ্ছেদ বিবাহের পর

বিচ্ছেদ বিবাহের পর

 

আমাদের ভালোবাসার পোড়ো ভিটেতে

যৎসামান্য চাঁদ হয়তো আজও উকিঁ দিতে পারে

শ্রাবণ ভেজা শরশয্যার রিরংসার চাদরে

সদর দরজা নয় ঘুনপোকা স্মৃতির ময়লা ঝুল-

পেড়িয়ে ভাঙ্গা জানলার বিষাদ ঠেলে- হয়তো

চাঁদের শরীরে কৃষ্ণপক্ষ নেমেছে এতক্ষণে

ছায়াপথের দুরন্ত গতি আমাদের স্রোতস্বিনীর মজা চরে

উকিঁ দিয়ে গেলে

ধ্রুবতারাও হয়ত কক্ষচ্যুত প্রহেলিকায়

পথ হারাতে পারে

বনস্পতির মতো

ডালাপালা মুখে পুরোনো দগ্ধ স্মৃতির চৌকাঠে

অভিমানী ঋতুর মহোৎসব স্তম্ভিত যেখানে

ভালোবাসার সব পাখি ডানার পালক থেকে

অহং পোড়া ছাই যদি ফেলে দিতে জানে-

যদি মেঘবিষাদের সরণীতে উৎসাহিত হৃদয়ের আলো

সাঁতারে পার হয়ে যেতো বিচ্ছেদের সাঁকো একবার

জীবনের টানে.......

 

(১৬/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন