বিচ্ছেদ

বিচ্ছেদ

 

সেই গল্পটা সোনা

আর শোনানো হলো না তোমাকে

দুদ্দার হুইসেলে ট্রেন এসে

ছোঁ মেরে নিয়ে চলে গেল

চলে গেলে যে’ই

 

রিনিঝিনি বালা পড়া

মৃদু হাত নাড়া

তোমার শেষ কথা কটা

কেটে নিয়ে চলে গেল

শেষ রাতের ট্রেনের ঝনঝন

 

স্বপ্নের মতো আগাগোড়া

রাতের আকাশ যেন

চোখ বুঁজে শান্ত ধীর নীরবে

খুজঁছিল কিন্তু তোমাকেই

 

কয়েকটা ল্যাম্পপোস্টের

নিঃসঙ্গ আলাপে গোটা পথটা

তোমার পথ পানে চেয়ে চেয়ে

বুকে ধরে রেখেছিল শেষটুকু শিহরণ

 

বন্ধ দরজার নিবিড় অপেক্ষা

মাঝরাতের ক্লান্ত পায়ের সিম্ফোনি

হয়ত অনেক বসন্ত বদলাবে

পৃথিবীর আয়ু, সোনালী ধানের নবান্নে

মাতাল রাতের আদর চমকাবে যুবকের স্নায়ু

তবু না বলা সেই গল্পটার কথা

তোমাকেই ভাবাবে, ভাবাবে

 

(১৯/১/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন