বিবস্ত্র তবুও ১...২....৩.....

বিবস্ত্র তবুও ১...২....৩.....

 

এসো তোমার ঠোঁটের কোণায়

এক চিলতে হাসি

ঝুলিয়ে দিই! তুমি

বারুদ ভরে নিও!

 

ভালবাসার কাণ্ড বেয়ে

লালসা লতিয়ে প্রকাণ্ড

হয়ে ওঠে! আমরা উদোম

দেখে নিও!

 

বিবেকে পেরেক দিয়ে

দশটা পাঁচটা কিংবা

ওভার টাইম

এবং পরকীয়া!

 

আগুন আর জলের সহবাস

চোর পুলিশের খেলা!

পরিবর্তনের শপথে

আমাদের গল্প সকর্মক ক্রিয়া!

 

স্বার্থের চব্বিশে সময়ের

কাঁটা স্থির থেকে তবু

মানুষ বিয়োবে! মিছিলের

আয়োজন শ্মশানেও হবে!

 

ম্যনিফেস্টোর অক্ষর ধুয়ে নিয়ে

শানিত বুদ্ধির ইমারত জুড়ে

ইতিহাস লেখা শেষ হলে

তবু কি সময় ফুরোবে?

 

ক্রোধকে ভয় না পেয়ে

তুমি বারুদে আগুন দিও!

দেশকাল সমাজে

আগুন ছড়িও!

 

সময়ের ঘর্ষণে রিরংসার বসনে

হয়তো কোনোদিন

মানুষ ঘুরে দাঁড়াবে!

তুমি দেখে নিও!

 

 (১২/০৮/১২)


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন