বিপ্লবের সাতকাহন

বিপ্লবের সাতকাহন

 

আদি মানবীর শয্যা সন্ধ্যায়

সমস্ত মহাকাব্যের স্তূপে

আমার শব্দগুলো আজও

স্বপ্ন দেখেছে।

রোজকার সত্য মিথ্যার অচলায়তনের ঠোঁটে

শিহরিত হৃদয় আমার।

প্রকম্পিত ভয়ের মলাটে

অজস্র পরাজয় সয়েছে।

তবু এই ঘরবন্ধ নিরালায়

হৃদয়ে শান দিয়ে চলি।

মুষ্টিবদ্ধ হাতে সপ্নীল ভোরের গন্ধ লেগে আছে।

আদি মানবী আবারও জননী হবে আমার ঔরসে।

 

(১৭/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন