বিদ্রোহী রণ ক্লান্ত

বিদ্রোহী রণ ক্লান্ত

 

মানুষের পাঁজরে অনেক

ব্যাথার ধ্যান

কালো রাত্রির মৌন আর্তনাদ। সচকিত কোনো আলো

ছিল না যাত্রিকের।

দূর্গম অলঙ্ঘনীয় ভয়ভীতি

বাধার সরণী হৃৎপিণ্ডে অলিন্দে নিলয়ে।

উত্তরাধীকারে নুব্জ শিরদাঁড়া। বাতাসের উত্তাপে তোষামোদে সুরক্ষিত বংশগতি।

ক্রোমজোমে ডিএনএর পরাধীন বিন্যাসে হাজার বছর খেলে গেল যথারীতি।

বিদ্রোহী খড়্গ কৃপা

হাতে নামলেন মহাকাল

অবশেষে।

যথারীতি অভিমন্যু বধের চক্রব্যূহে কুশীলব।

ব্যার্থ মূক মৌন দ্বিধ্বান্বিত

দর্শককুল।

শুরু হলো শব্দের অব্যর্থ শরযোজনা।

ছান্দসিকের টঙ্কারে

নড়ে উঠল স্থবির জঙ্গম।

বিদ্রোহী রণতূর্য

জয়শঙ্খ তুলে দিলেন জাতির হাতে।

শঙ্কিত দূর্বল অপটু হাতে

অর্পিত হলো দৃঢ়তার তেজ।

সেই প্রথমবারের মতো।

 

(২৫/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন